kalerkantho

চলে গেলেন সাংবাদিক এম আনোয়ারুল হক

নিজস্ব প্রতিবেদক   

২৩ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচলে গেলেন সাংবাদিক এম আনোয়ারুল হক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুইবারের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম আনোয়ারুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টায় ধানমণ্ডির নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন। বেশ কিছু দিন যাবৎ মস্তিষ্কে রক্তক্ষরণসহ নানা সমস্যায় ভুগছিলেন তিনি। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কূটনৈতিক প্রতিনিধি, সিটি এডিটর ও চিফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন তিনি। এ ছাড়া তিনি মর্নিং সান, দ্য পিপলসহ বিভিন্ন ইংরেজি দৈনিকে কাজ করেছেন। কর্মজীবনে তিনি বাংলাদেশের দিল্লি হাইকমিশনের প্রেস মিনিস্টারের দায়িত্বও পালন করেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। স্ত্রী, দুই ছেলে, এক কন্যাসন্তান এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

এম আনোয়ারুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিআরইউর সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিকেলে ধানমণ্ডিতে তাঁর প্রথম এবং পরে ডিআরইউতে দ্বিতীয় জানাজায় ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মাসুম, রাজু আহমেদ, মুরসালিন নোমানীসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। জানাজায় তাঁর সহকর্মীসহ নিউ এজের সম্পাদক নুরুল কবির এবং বিএফইউজে ও ডিইউজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য