kalerkantho

তৈমূর আলম বললেন

নারায়ণগঞ্জ বিএনপি নষ্ট করেছেন ঢাকার নেতারা

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

২৩ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘নারায়ণগঞ্জ বিএনপিকে নষ্ট করেছেন ঢাকার নেতারা। তাঁরা টাকাওয়ালাদের কাছে দলকে তুলে দিয়েছেন। ফলে দলীয় আন্দোলন-সংগ্রামে তাদের পাওয়া যায় না। রাজনীতি থেকে ত্যাগী শব্দটা উচ্ছেদ হয়ে গেছে। এখন আর ত্যাগীদের মূল্যায়ন হয় না। মূল্যায়ন হয় টাকাওয়ালাদের।’

স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে শহরের মাসদাইরের মজলুম মিলনায়তনে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তৈমূর আলম। তিনি বলেন, ‘আমি সব সময় নেতাকর্মীদের পাশে রয়েছি এবং ভবিষ্যতেও থাকব। সব সময় নেতাকর্মীদের স্বার্থে কথা বলে থাকি। বর্তমানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো নারায়ণগঞ্জে জাতীয় পার্টি করেও বিএনপি করা যায়। জাতীয় পার্টির মিছিল-মিটিংয়ে উপস্থিত থেকে বিএনপির কর্মসূচিতে না থেকেও তারা বিএনপির বড় নেতা। কিন্তু এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন, সেটা আমাদের বুঝতে হবে।’

জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা উলামা দলের সভাপতি শামসুর রহমান খান বেনু, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, শহর বিএনপির সাবেক সহসভাপতি সুরুজ্জামান, হাজি শাহিন ও যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দীপু, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম মোস্তফা সাগর।

মন্তব্য