kalerkantho

বাংলাদেশে সেনাবাহিনীর সম্প্রীতি সাইক্লিং দল

শেরপুর প্রতিনিধি   

২৩ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশেরপুরের নাকুগাঁও স্থলবন্দর চেকপোস্ট দিয়ে গতকাল বাংলাদেশে ঢোকে ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ সম্প্রীতি সাইক্লিং দল। উভয় দেশের ৩০ জন সেনা সদস্যের এ দলকে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন অভ্যর্থনা জানায়। এ সময় দুদেশের পদস্থ সেনা কর্মকর্তাসহ র‌্যাব, পুলিশ, বিজিবি এবং বিএসএফের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা আরো বেগবান করার লক্ষ্যে ১৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গের বিনাগুরি মিলিটারি স্টেশন থেকে সাইক্লিং দলটি অভিযান শুরু করে। বাংলাদেশের হালুয়াঘাট-জামালপুর-ধনবাড়ী-মধুপুর হয়ে ২৫ মার্চ টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টে ‘ফ্ল্যাগ ইন’ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাইক্লিং অভিযান শেষ হবে।

নাকুগাঁও স্থলবন্দরে সাংবাদিকদের সেনাবাহিনীর ঘাটাইল ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন সাব্বির জানান, যৌথ সাইক্লিং সদস্যরা ভারতের ধুবরি-তুরা-ঢালু রুটে প্রায় ২৬৪ কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে পৌঁছান। তাঁরা ভারতের বগুড়ায় অবস্থিত স্মৃতিস্তম্ভে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

মন্তব্য