kalerkantho

বীরশ্রেষ্ঠ মোস্তফার গেজেটভুক্ত নাম অন্তর্ভুক্তির দাবি

ভোলা প্রতিনিধি   

২৩ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফার নাম গেজেট অনুযায়ী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সামাজিক সংগঠন ব-দ্বীপ ফোরাম। শুক্রবার বিকেলে ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ দাবি জানায়। ভোলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে দাবিটি জানানো হচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বীরশ্রেষ্ঠের বড় ভাইয়ের ছেলে মো. সেলিম।

সেলিম বলেন, ‘গেজেট অনুযায়ী বীরশ্রেষ্ঠ মোস্তফার নাম ‘মোহাম্মদ মোস্তফা’ হলেও পাঠ্যপুস্তক ও বিভিন্ন গণমাধ্যমে তাঁর নাম ‘মোস্তফা কামাল’ নামে প্রকাশ হয়ে আসছে। এতে নতুন প্রজম্মের কাছে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। ভোলার কৃতী সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নাম সর্বক্ষেত্রে যাতে ‘মোহাম্মদ মোস্তফা’ ব্যবহার করা হয় সে দাবি জানাচ্ছি।’

এ সময় আরো বক্তব্য দেন মুক্তিযোদ্ধা যুবকমান্ডের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামস উল আলম মিঠু, ভোলা নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন, ভোলা জেলা ব-দ্বীপ ফোরামের সদস্যসচিব আনোয়ার পারভেজ, সাংবাদিক ছোটন সাহা, রাশেদ হোসেইন রুবেল, সদর ব-দ্বীপ ফোরামের সদস্যসচিব ইসমাইল হোসেন মুন্না প্রমুখ।

মন্তব্য