kalerkantho

৩০ মার্চ ঢাকায় ঐক্যফ্রন্টের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   

২৩ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগ্যাসের মূল্যবৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে আগামী ৩০ মার্চ ঢাকায় মানববন্ধন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বাতিল ও নতুন নির্বাচনের দাবিতে এপ্রিল মাস থেকে ‘বিভাগীয় ও জেলাসমূহে’ সভা-সমাবেশ-গণশুনানির কর্মসূচি দেবে ফ্রন্ট। অন্যদিকে হবিগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরের সদস্যপদ বাতিল চেয়ে স্পিকারকে চিঠি দেবে ফ্রন্ট।

গতকাল শুক্রবার বিকেলে ফকিরাপুলে জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে স্টিয়ারিং কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যফ্রন্টের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এসব কথা জানান।

মান্না বলেন, ৩০ ডিসেম্বরের ভোট ২৯ তারিখ রাতে ডাকাতি করে নিয়ে যাওয়া পর মানুষ ভোটের প্রতি শ্রদ্ধা হারিয়েছে। সিটি করপোরেশন নির্বাচনে, উপজেলা নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি। এই পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে, একাদশ সংসদ নির্বাচন বাতিল করতে হবে, নতুন নির্বাচন দিতে হবে।

বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, ২৬ মার্চ সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, ৩১ মার্চ বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনাসভা।

গণফোরামের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম বৈঠক শেষে কালের কণ্ঠকে বলেন, হবিগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরের সদস্যপদ বাতিল চেয়ে স্পিকারের কাছে চিঠি দেবে ফ্রন্ট। বৈঠকে চিঠির ড্রাফট তৈরি করা হয়েছে। সেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাঠানো হবে। ফ্রন্টের গতকালের বৈঠকে ফখরুল উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলনে বিএনপির আবদুল মঈন খান, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, রফিকুল ইসলাম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহিদুল্লাহ কায়সার, জাহেদ-উর রহমান, জেএসডির আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান তালুকদার, ইকবাল সিদ্দিকী, গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে আ স ম আবদুর রবের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির বৈঠক হয়।

মন্তব্য