kalerkantho

ময়মনসিংহে মানববর্জ্য পরিশোধন কেন্দ্রের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২২ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে মানববর্জ্য পরিশোধন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের সার্বিক তত্ত্বাবধানে নগরীর আকুয়ার ময়লাকান্দায় এ পরিশোধন কেন্দ্র উদ্বোধন করা হয়।

ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় পয়ঃবর্জ্যের সুষুম ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এ পরিশোধন কেন্দ্রটি চালু করা হয়েছে। এ প্রকল্পে সহায়তা করছে দাতা সংস্থা অস্ট্রেলিয়ান এইড, জার্সি ওভারসিস এইড কমিশন, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এবং অক্সফ্যাম ইন বাংলাদেশ।

এ পরিশোধন কেন্দ্রের মাধ্যমে উত্পাদিত উপজাত (সার) উত্পাদনের মাধ্যমে জীবিকার্জনের সুযোগ হবে। এ ছাড়া নগরীর প্রায় দুই লাখ নাগরিকের মানববর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা ও অপসারণ সম্ভব হবে। সেই সঙ্গে নগরে পানি ও মলবাহিত রোগসমূহের প্রকোপ হ্রাস হবে।

 

মন্তব্য