kalerkantho

ডিপ্লোমা প্রকৌশলীদের সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ

২১ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইউনিফাইড সার্ভিস রুলের নামে ডিপিডিসিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিতর্কিত পদোন্নতির প্রতিবাদ এবং বিদ্যুৎ কম্পানিগুলোতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা সমাধানের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বিদ্যুৎ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন ডেসকো, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, পিজিসিবি, ওজোপাডিকো, নেসকো, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা।

বাংলাদেশ বিদ্যুৎ সেক্টরস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য দেন আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান, ফেডারেশনের সদস্য সচিব দেওয়ান মো. ইলিয়াস, বিউবোডিপ্রকৌসের সভাপতি মো. আবুল কালাম আজাদ আখন্দ প্রমুখ। পরে পাঁচ দফা দাবিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্য