kalerkantho

নির্বাচন দাবিতে জাবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৯ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, অর্থ কমিটি ও একাডেমিক কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে ‘সম্মিলিত শিক্ষক সমাজ’। দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় কর্মসূচি থেকে।

আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ, বিএনপি ও বামপন্থী শিক্ষকরা ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ ব্যানারে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপাচার্য কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন। অবস্থান শেষে নতুন কর্মসূচি ঘোষণা করে সম্মিলিত শিক্ষক সমাজ। কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ ও ২০ মার্চ ১০টা থেকে ১২টা কর্মবিরতি ও গণসংযোগ, ২১ মার্চ পূর্ণদিবস কর্মবিরতি ও ২৪ মার্চ দুপুর ১টায় কালো ব্যাজ ধারণ।

অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, সাধারণ সম্পাদক ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ, রসায়ন বিভাগের অধ্যাপক কৌশিক সাহা প্রমুখ বক্তব্য দেন।

শিক্ষকরা অভিযোগ করেন, অনির্বাচিত উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর বিধিগুলোকে ক্রমাগত অবজ্ঞা করে চলেছেন। বিশ্ববিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট ও অর্থ কমিটির নির্বাচন দিতে উপাচার্য গড়িমসি করছেন।

মন্তব্য