kalerkantho

বঙ্গবন্ধুর জন্মদিনে ভিন্ন আয়োজনে সিআরআই

নিজস্ব প্রতিবেদক   

১৮ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধুর জন্মদিনে ভিন্ন আয়োজনে সিআরআই

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কমিকস ও ড্রয়িং প্রতিযোগিতা আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। ছবি : কালের কণ্ঠ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোরদের জন্য ভিন্নধর্মী আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। গতকাল রবিবার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুকে নিয়ে কমিকস ও ড্রয়িং প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক শিশু। এ ছাড়া ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে উন্মুক্ত স্থানে ছিল ‘পাপেট শো’। জাদুঘরের অডিটরিয়ামে প্রদর্শন করা হয় বাংলাদেশে সর্বাধিক জনপ্রিয়তা পাওয়া ডকুড্রামা ‘হাসিনা : এ ডটার’স টেল’।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের আলোকে শিশু-কিশোরদের কাছে বঙ্গবন্ধুকে পরিচিত করতে সিআরআইয়ের অনন্য এক উদ্যোগ গ্রাফিক নভেল ‘মুজিব’। মোট ১২ খণ্ডে প্রকাশ করা হচ্ছে এই উপন্যাস—যার ষষ্ঠ খণ্ডের মোড়ক উন্মোচন করা হয় গতকাল।

সিআরআইয়ের নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস বলেছেন, তাঁদের প্রত্যাশা এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোররা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে আরো উৎসাহী হবে।

মন্তব্য