kalerkantho

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৪

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমাগুরা, হবিগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও ও বরিশালের উজিরপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ চারজন নিহত হয়েছে। এ ব্যাপারে আমাদের আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর :

মাগুরা : মাগুরা-নড়াইল সড়কের মালিকগ্রাম এলাকায় গতকাল রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় অনিক শেখ (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। অনিক সদর উপজেলার শিবরামপুর গ্রামের জিবলু শেখের ছেলে। মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এবার তাঁর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। এ ঘটনায় অনিকের স্ত্রীসহ চারজন আহত হয়েছে। মাগুরা থেকে মহম্মদপুরগামী তেলবাহী একটি ট্রাক দুপুরে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই দুই মোটরসাইকেলের আরোহী অনিক শেখ, তাঁর স্ত্রী সুমাইয়া সুলতানাসহ পাঁচজন গুরুতর আহত হয়। আহতদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় অনিক শেখের মৃত্যু হয়।

বরিশাল : বরিশালের উজিরপুরের সোনার বাংলা নামক স্থানে গাড়িচাপায় কাওসার হাওলাদার (৬) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে রাস্তা পার হতে গিয়ে এ ঘটনার ঘটে।

হবিগঞ্জ : হবিগঞ্জ শহরের এম এ মোতালিব চত্বরে গতকাল বিকেলে ট্রাকচাপায় হাফিজুর রহমান (২৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। হাফিজুর জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের জিন্নাত উল্লার ছেলে।

গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁওয়ে অটোরিকশাচাপায় রিয়া মনি (৪) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার খাকাটিপাড়া গ্রামের পাগলা-গয়েশপুর সড়কে এ ঘটনা ঘটে। রিয়া মনি উপজেলার মশাখালী বাইলনা গ্রামের কামাল মিয়ার মেয়ে। সে মায়ের সঙ্গে খাকাটিপাড়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

মন্তব্য