kalerkantho

কাপাসিয়ায় রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর   

১৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরের কাপাসিয়ার অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা, শতবর্ষ শোভাযাত্রা ও সাংস্কৃতিক সন্ধ্যা মিলিয়ে তিন পর্বে দিনব্যাপী অনুষ্ঠান উদ্যাপিত হবে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল আলম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়ে ১১১ বছর ধরে বিদ্যালয়টি সুনামের সঙ্গে শিক্ষার আলো ছড়াচ্ছে। বিভিন্ন কারণে সময়মতো শতবর্ষ উদ্যাপনের আয়োজন সম্ভব হয়নি।

মন্তব্য