kalerkantho


নোটিশ বোর্ড

১৫ মার্চ, ২০১৯ ০০:০০বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশের ইনস্টিটিউট অব বে অব বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ স্ট্যাডিজের উদ্যোগে সাত দিনব্যাপী ‘পোর্ট অ্যান্ড শিপিং স্টাডিজ’ শীর্ষক শর্টকোর্স সফলভাবে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌসচিব আবদুস সামাদ। সংবাদ বিজ্ঞপ্তি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় মন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দনপত্র ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

আইএলসিবির উদ্যোগে রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তৃতা করেন আইএলসিবির প্রধান মেজর (অব.) সুধীর সাহা। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য