kalerkantho


উদীচী রাজশাহী জেলা সংসদের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০উদীচী রাজশাহী জেলা সংসদের ষষ্ঠ সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় নগরীর শাহ মখদুম ডিগ্রি কলেজ শহীদ মিনার চত্বরে সম্মেলন উদ্বোধন করেন নাট্যজন তাজুল ইসলাম।

এরপর কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয় শোভাযাত্রা। নগরীর আলুপট্রি মোড় হয়ে পিএন স্কুল মোড় ঘুরে শোভাযাত্রাটি একই স্থানে এসে শেষ হয়।

এরপর কলেজ মিলনায়তনে সভা শুরু হয়। এতে অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, উদীচী কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খান, সদস্য কাজী মারুফা, রাজশাহী জেলা সংসদের সাবেক সভাপতি ড. জুলফিকার আহমেদ গোলাপ, প্রাবন্ধিক প্রশান্ত কুমার সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, ঘাতক-দালাল নির্মূল কমিটির রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল প্রমুখ। সভা শেষে সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর রাতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।মন্তব্য