kalerkantho


বসুন্ধরা আই হসপিটালের চক্ষু শিবির

বিনা মূল্যে ৪০০ রোগীর চিকিৎসা

বরিশাল অফিস   

২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০বরিশালের উজিরপুরে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ধামুরা ইউনাইটেড ডায়াগনস্টিক  সেন্টার অ্যান্ড ক্লিনিক ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ধামুরা ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে এ কার্যক্রম শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আই অ্যান্ড কন্টাক্ট লেন্স স্পেশালিস্ট অ্যান্ড সার্জন ডা. এম এ খালেক জানান, চোখে কম দেখা, ছানিপড়াসহ চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা চক্ষু শিবিরে দেওয়া হয়েছে। বসুন্ধরা আই হসপিটালের সৌজন্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা দেওয়া হয়। চক্ষু শিবিরের সমন্বয়কারী তানজিল আহমেদ জানান, মূলত চোখের প্রাথমিক সমস্যা নির্ণয় ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। চোখের ছানি পড়াসহ জটিল রোগীদের রোগ নির্ণয় করে পরে বিনা মূল্যে বসুন্ধরা আই হসপিটালে চিকিৎসাসেবা দেওয়া হবে। পাশাপাশি গরিব রোগীদের যাতায়াতের খরচ দেওয়া হবে। গতকাল প্রায় ৪০০ রোগী চিকিৎসাসেবা পেয়েছে। বসুন্ধরা আই হসপিটাল ঢাকায় ৫০ রোগীর বিনা মূল্যে অস্ত্রোপচার করবে।মন্তব্য