kalerkantho


ভারতের ইয়ুথ ফেস্টিভালে নজরুল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ভারতের পণ্ডিত রবিশঙ্কর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২তম ‘সাউথ এশিয়ান ইউনিভার্সিটিস ইয়ুথ ফেস্টিভাল-২০১৯’। এতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ ফেস্টিভালে দক্ষিণ এশিয়ার ১০টি দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। শিক্ষার্থীরা লাইট ভোকাল, লোকগান, সমবেত সংগীত, ক্লাসিক্যাল গান, ক্লাসিক্যাল ড্যান্স, লোকনৃত্য, পোস্টার মেকিংসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুশররাত শবনমের নেতৃত্বে সংগীত বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মৌমিতা বিশ্বাস ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের কানিজ খন্দকার মিতু এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অপূর্ব চক্রবর্তী গতকাল বৃহস্পতিবার সকালে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন।মন্তব্য