kalerkantho


মোংলা নদীতে নৌকায় আগুন

বাগেরহাট প্রতিনিধি   

২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০বাগেরহাটের মোংলা নদীতে নৌঙর করা অবস্থায় একটি ইঞ্জিনচালিত নৌকা আগুনে পুড়ে গেছে। এমবি পশুর-২ নামে ওই নৌকাটি বুধবার রাতে মোংলা বন্দরের পিকনিক স্পট-সংলগ্ন মোংলা নদীতে খালি অবস্থায় নৌঙর করা ছিল। গভীর রাতে আগুন লেগে নৌকাটি পুড়ে যায়। ব্যক্তিমালিকানাধীন ওই নৌকাটি মোংলা থেকে সুন্দরবনে পর্যটক আনা-নেওয়া করত। পুড়ে যাওয়া নৌকার মালিক মোংলা উপজেলার মাকরডোন গ্রামের মাসুম মৃধা জানান, বুধবার সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে পর্যটকদের আনা-নেওয়া শেষে মোংলা নদীতে খালি অবস্থায় ওই নৌকাটি নৌঙর করা ছিল। রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গিয়ে দেখেন, নৌকায় আগুন জ্বলছে। ওই সময় নৌকায় কোনো মানুষ ছিল না। নৌকাটি পুড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মাসুমের দাবি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ তারা দেখতে পায় ওই নৌকায় আগুন জ্বলছে। আগুন দেখে তারা নৌকার মালিককে খবর দেয়।মন্তব্য