kalerkantho


বিজিবি হল ও দারউইশ ক্যাটারিং যৌথ যাত্রায়

নিজস্ব প্রতিবেদক   

২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০দেশের সর্ববৃহৎ বিজিবি ব্যাংকুইট হল ও দারউইশ ক্যাটারিংয়ের যৌথ যাত্রা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ধানমণ্ডির ২ নম্বর সড়কের সীমান্ত সম্ভার শপিং মলে অবস্থিত বিজিবি ব্যাংকুইট হলে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ উপলক্ষে আরো ছিল ফ্যাশন শো ও নৈশ ভোজ। অনুষ্ঠানে বিজিবি প্রধানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বিজিবি সূত্র এ তথ্য জানায়।মন্তব্য