kalerkantho

ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে নিহত ৩

জড়িতদের শাস্তি দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সীমান্তে বিজিবির গুলিতে তিন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত বিজিবি সদস্যদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াসহ পাঁচ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের সংগঠন ঠাকুরগাঁও জেলা সমিতির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এসব দাবি জানায়।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করা, সীমান্তে চোরাচালান বন্ধে পদক্ষেপ নেওয়া, সীমান্ত এলাকায় বিজিবি ও এলাকাবাসীর সহাবস্থান নিশ্চিত করা এবং গ্রামবাসীদের বিরুদ্ধে বিজিবির দায়েরকৃত মামলা প্রত্যাহার করা।

জেলা সমিতির সভাপতি সোহানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনটির সদস্য মোস্তাফিজুর রহমান, ওয়াসিউল হক, ইসমাইল হোসেন, বেলাল হোসেন, আনিসুর রহমান, রাজিউর রহমান প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্য