kalerkantho


সড়কমন্ত্রী বললেন

সড়কে শৃঙ্খলা আসেনি

নিজস্ব প্রতিবেদক   

১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০সড়কে একের পর এক দুর্ঘটনা সবচেয়ে বড় দুর্ভাবনার বিষয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমি নিজেই বলেছি, সড়কে শৃঙ্খলা আসেনি। অবকাঠামোগত প্রকল্পে যত অগ্রগতি, সেই তুলনায় সড়ক ও পরিবহনে শৃঙ্খলাটা অতটা হয়নি।’

গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

সড়কমন্ত্রী বলেন, ‘সড়ক দুর্ঘটনা কমাতে কর্মপন্থা নির্ধারণ ও সিদ্ধান্ত বাস্তবায়নে শিগগিরই সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা ডাকা হবে। কমিটি সাজানো হবে নতুন করে। নতুনভাবে কর্মসূচি নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক দুর্ঘটনা এখন আমাদের সবচেয়ে বড় দুর্ভাবনা—এটা অস্বীকার করার উপায় নেই।  বড় গাড়ির সঙ্গে সিএনজি বা ইজি বাইকের যদি সংঘাত হয়, আর ইজি বাইকে যদি ১০ জন থাকে, ১০ জনই মারা যায়। বড় বড় গাড়িতে সংঘাত হলে আহত হয়, এ রকম নিহত হয় না। ছোট ছোট যান নিয়ন্ত্রণ করা আমাদের প্রথম দায়িত্ব।’মন্তব্য