হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্প এলাকার একটি কলোনি থেকে রুদ্র জিৎ দে (৩০) নামের এক যুবকের মরদেহ গতকাল রবিবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ইয়াবা সেবনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জাম ও কিছু গাঁজা উদ্ধার করা হয়। রুদ্র জিৎ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের তারাপাশা এলাকার রতিশাল দের ছেলে। তিনি অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের কারখানায় কাজ করতেন। মাদকাসক্ত রুদ্র বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অবস্থান করতেন বলে জানা গেছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আনিছুর রহমান জানান, প্রায় তিন মাস আগে প্রাণ-আরএফএল কম্পানির চাকরি ছেড়ে অন্যত্র চলে যান রুদ্র জিৎ দে। সম্প্রতি অলিপুরের একটি কলোনিতে একটি বাসা ভাড়া নিয়ে ফের বসবাস শুরু করেন। শনিবার রাতে বাসায় প্রবেশ করে আর দরজা খোলেননি। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা দরজা খুলে রুদ্রকে মৃত দেখে পুলিশকে খবর দেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...