৩০ ডিসেম্বরের ভোটে ‘অনিয়মের’ ঘটনা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, মামলার বিষয়ে কথাবার্তা হচ্ছে, এখনো চূড়ান্ত হয়নি। মামলায় যাব কি যাব না, কিভাবে যাব, সব আসন থেকে যাব কি না, নাকি একেবারেই যাব না—এটা আলাপ-আলোচনার মধ্যেই আছে। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী এ কথা বলেন। কারাবন্দি অসুস্থ খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে সরকার তিলে তিলে শেষ করে দেওয়ার জিঘাংসা চরিতার্থ করছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতা দিনে দিনে বাড়লেও তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। পুরনো রোগগুলো বেড়ে গেছে। চোখেও প্রচণ্ড ব্যথা, পা ফুলে গেছে, হাঁটতে পারছেন না। নির্যাতন সহ্য করতে গিয়ে তাঁর আগের অসুস্থতা এখন আরো গুরুতর রূপ ধারণ করেছে। এই রকম শারীরিক অসুস্থতার মধ্যেও অমানবিকভাবে কারাগারের ভেতরে স্থাপিত ছোট্ট অপরিসর কক্ষের ক্যাঙ্গারু আদালতে তাঁকে ঘন ঘন হাজির করা হচ্ছে।’
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...