kalerkantho


মসজিদের খাদেম হত্যা

খুলনা সদর থানায় মামলা গ্রেপ্তার ৭

খুলনা অফিস   

২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০খুলনায় বখাটেদের ইটের আঘাতে মসজিদের খাদেম মাসুদ গাজী নিহত হওয়ার ঘটনায় পুলিশ এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে। এর আগে রবিবার রাতে নিহতের বড় ভাই ইয়াসিন গাজী বাদী হয়ে আটজনের বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যা মামলা করেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন খুলনা নগরীর মিস্ত্রিপাড়া হেকিম সাহেবের বাড়ির ভাড়াটিয়া আবুল কালাম শেখের ছেলে কাওসার শেখ, শওকত শেখের বাড়ির ভাড়াটিয়া শাহআলম আকনের ছেলে সোহাগ আকন, তুহিনের বাড়ির ভাড়াটিয়া খলিল শেখের ছেলে ইমামুল শেখ ওরফে ইমাম, নাজিরঘাট রোডের আব্দুল মজিদ শেখের বাড়ির ভাড়াটিয়া ছগীর হোসেনের ছেলে সাগন হোসেন, জিরো পয়েন্ট কৃষ্ণনগর ইসলামবাগের জিএম মাহতাব হোসেনের ছেলে আতিয়ার রহমান আতি, পশ্চিম টুটপাড়ার মৃত সোবহানের ছেলে নাসির উদ্দিন ও বাগমারা সোনামনি স্কুলের পাশের বাসিন্দা নান্না তালুকদারের ছেলে নাজমুল তালুকদার। 

খুলনা সদর থানার ওসি হুমায়ূন কবির জানান, শনিবার রাতে নগরীর মিস্ত্রিপাড়া এলাকায় বখাটেরা বেধড়ক মারধর ও ইট দিয়ে আঘাত করে মাসুদ গাজীকে হত্যা করে। পুলিশ ঘটনার পর পরই জড়িতদের গ্রেপ্তারে তৎপর হয়। রবিবার রাতে মামলা দায়ের হওয়ার পর এজাহারভুক্ত আট আসামির সাতজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।মন্তব্য