kalerkantho


খুলনা উন্নয়ন কমিটির অবস্থান ধর্মঘট

ময়ূর নদীসহ খাল সংস্কার ও দখলমুক্ত করার দাবি

খুলনা অফিস   

২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০মহানগরী খুলনার জলাবদ্ধতার অন্যতম কারণ ময়ূর নদীসহ ২২টি খালের সব অবৈধ দখলদার উচ্ছেদ ও ড্রেনেজব্যবস্থা সংস্কারের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। একই দাবিতে কমিটির নেতারা সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের কাছে স্মারকলিপি প্রদান করেন। গতকাল সোমবার সকালে নগর ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, নগরবাসীর অন্যতম দুর্ভোগ বর্ষা মৌসুমের জলাবদ্ধতা। অপ্রতুল ড্রেনেজব্যবস্থা ও পানি নিষ্কাশনের খালগুলো অবৈধ দখলে থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। বর্তমান সিটি মেয়রের আগের আমলে এসবের বিরুদ্ধে উদ্যোগ নেওয়ায় নগরবাসী সুফল পেতে শুরু করেছিল। কিন্তু পরে একই অবস্থা ধারণ করে। তাই নগরবাসীর প্রত্যাশা, বর্তমান সিটি মেয়রের উদ্যোগে ফের জলাবদ্ধতামুক্ত হবে নগরী।

সংগঠনের সভাপতি শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব শেখ আশরাফ উজ জামান, আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস এম দাউদ আলী, পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোটের আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী, সুজন জেলা সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন নাজমুল আহমেদ স্বপন, সিপিবির নগর সভাপতি এইচ এম শাহাদত হোসেন, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল হাসান রুবা প্রমুখ।মন্তব্য