হাতে-পায়ে গজিয়ে ওঠা গাছের শেকড়ের মতো উপসর্গ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেওয়া বহুল আলোচিত রোগী আবুল বাজানদর গতকাল রবিবার চিকিৎসার জন্য আবার ঢাকা মেডিক্যালে আশ্রয় নিয়েছেন।
চিকিৎসাধীন অবস্থায় প্রায় আট মাস আগে তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি চলে যান। যা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বেশ বিড়ম্বনায় পড়েছিল। তবে গতকাল আবুল আবার ফিরে আসায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে গ্রহণ করে পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া শুরু করেছে।
জানতে চাইলে নবগঠিত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. সামন্ত লাল সেন গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, ‘ভুল করে আবুল এখান থেকে চলে গিয়েছিল। তবে বাড়ি যাওয়ার পর সে আবার নানা সমস্যা টের পেয়ে মাঝেমধ্যে আমার সঙ্গে যোগাযোগ করেছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...