kalerkantho


উখিয়ায় আইডি কার্ড তৈরির সরঞ্জামসহ ৮ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে ভুয়া আইডি কার্ড, জাতীয়তা সনদ ও জন্ম নিবন্ধনের ছড়াছড়ি চলছে। হাত বাড়ালেই এসব ভুয়া

সনদ মিলছে নামমাত্র টাকায়। আর ভুয়া সনদ নিয়ে রোহিঙ্গারা ছুটছে বাংলাদেশি নাগরিক সেজে পাসপোর্ট করা থেকে শুরু করে অন্যান্য কাজে।

এমন খবর পেয়ে দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা গতকাল শনিবার কুতুপালং বাজারে ব্যাপক তল্লাশি চালিয়েছেন। এ অভিযানে সেনা সদস্যরা ভুয়া আইডি কার্ড, জন্ম নিবন্ধন, জাতীয়তা সনদ, বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র তৈরির সরঞ্জামসহ আট রোহিঙ্গাকে আটক করেছেন। তারা হলো কুতুপালং শিবিরের ডি ব্লকের বাসিন্দা মো. হারুন (১৪), ফরিদ আলম (১৫), আজিজুল হক (২৪), আবু বক্কর (২০), সাইফুল ইসলাম (৩৪), মোহাম্মদ রাশেল (৩০) ও মোহাম্মদ আব্দুলাহ (৩৪)।

তাদের উখিয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, এই রোহিঙ্গাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার জন্য থানা হেফাজতে আটক রাখা হয়েছে।মন্তব্য