kalerkantho


১৮ ঘণ্টা পর খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি   

২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০প্রায় ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনে লাইনচ্যুত বগি ও ইঞ্জিন গতকাল শনিবার সকালে সরানো সম্ভব হয়। এরপর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কোটচাঁদপুর ট্রেন স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস লাইনচ্যুত হয়।

কোটচাঁদপুর রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা কালের কণ্ঠকে জানান, দুর্ঘটনার পর শুক্রবার রাত ১০টার দিকে খুলনা ও ঈশ্বরদী থেকে দুটি রিলিফ ট্রেন এসে ঘটনাস্থলে পৌঁছায়। এ রিলিফ ট্রেনের মাধ্যমে লাইনচ্যুত হওয়া ইঞ্জিন ও একটি বগি সরানো হয়। গভীর রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত প্রায় ৮০ জন রেল শ্রমিক ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। তবে স্টেশনে ক্রসিং লাইনটির কাজ শেষ না হওয়ায় ওই লাইনটি বন্ধ রাখা হয়েছে।মন্তব্য