kalerkantho


আজ আসছেন কোইকা প্রেসিডেন্ট

কূটনৈতিক প্রতিবেদক   

২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০আজ আসছেন কোইকা প্রেসিডেন্ট

বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদারের লক্ষ্যে আজ রবিবার ঢাকায় আসছেন কোরীয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কোইকা) প্রেসিডেন্ট লি মি-খ্যাং। ১৯৯৩ সালে কোইকা বাংলাদেশে কার্যক্রম শুরুর পর এই প্রথম সংস্থাটির কোনো প্রেসিডেন্ট এ দেশে আসছেন।

চার দিনের সফরে ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মি-খ্যাং। সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরেও যাবেন তিনি। এ ছাড়া মি-খ্যাং ঢাকায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেখানে তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা হবে। কোইকা প্রেসিডেন্ট বাংলাদেশে তাঁর সংস্থার উন্নয়ন কর্মসূচি দেখবেন। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরের বর্তমান পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি তিনি রোহিঙ্গাদের মধ্যে গ্যাস কুকার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।মন্তব্য