kalerkantho


পুরান ঢাকায় বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   

১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০রাজধানীর পুরান ঢাকার একটি দোকান থেকে দুটি বোমাসহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে বম্ব ডিসপোজাল ইউনিট। গতকাল শনিবার সন্ধ্যায় ওয়ারী থানাধীন গোয়ালঘাট লেনের ১২/১ নম্বর দোকান থেকে এসব বিস্ফোরক উদ্ধার হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) ফরিদ উদ্দীন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালঘাট লেনের ওই দোকানটিতে অভিযান চালানো হয়। ওই সময় দোকানটির ভেতর থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়।

 

 মন্তব্য