kalerkantho


স্বননের নিবেদন ‘রক্তস্নাত বিজয়ী বাঙালি’

নিজস্ব প্রতিবেদক   

১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০একাত্তরের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে গদ্যে ও পদ্যে সাজানো বিশেষ অনুষ্ঠান ‘রক্তস্নাত বিজয়ী বাঙালী’ উপস্থাপন করেছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী আবৃত্তি সংগঠন ‘স্বনন’। গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আড়াই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে সম্মেলক ও একক আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আধুনিক ভাষা ইনস্টিটিটিউটের পরিচালক ড. শিশির ভট্টাচার্য।

আবৃত্তি করা হয় রণাঙ্গনের চিঠি, মুক্তিযুদ্ধের ওপর রচিত বিভিন্ন কবিতা। স্বনন ছাড়াও সম্মেলক আবৃত্তি পরিবেশন করে ত্রিলোক বাচিক পাঠশালা, সংবৃতা, স্বরচিত্র ও মুক্তধারা। অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন স্বনামধন্য আবৃত্তি শিল্পী রূপা চক্রবর্তী, বেলায়েত হোসেন, মাহিদুল ইসলাম, নাজমুল আহসান, ফায়জুল্লাহ সায়ীদ, সিদ্দিকুর রহমান পারভেজ, মাসুম আজিজুল বাশার।  

সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠানে স্বননের ১০ জন শিল্পীও একক আবৃত্তি পরিবেশন করেন।

 মন্তব্য