kalerkantho


‘ডোপ টেস্ট’ করতে হবে সরকারি চাকরিজীবীদের

নিজস্ব প্রতিবেদক   

১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সব সরকারি চাকরিজীবীদের ‘ডোপ টেস্ট’ করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে একটি সার্কুলারও জারি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ কালের কণ্ঠকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে আমরা একটি সার্কুলার জারি করেছি। এর আওতায় প্রথম ধাপে আপাতত নতুন যাঁরা চাকরিতে যোগদান করবেন, তাঁদের এ টেস্ট করাতে হবে। আর বিদ্যমান সরকারি চাকরিজীবীদের জন্যও এই টেস্ট প্রযোজ্য, তবে তা হবে পর্যায়ক্রমে।’ তিনি জানান, মূলত সরকারি চাকরিজীবীদের মধ্যে মাদকসেবনের প্রবণতা বন্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।মন্তব্য