kalerkantho


ছয় চিকিৎসক মুক্তিযোদ্ধাকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক   

১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ছয় চিকিৎসক মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গত শনিবার রাতে ওই চিকিৎসক মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। একই দিন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সম্মাননা পাওয়া মুক্তিযোদ্ধা চিকিৎসকরা হলেন মেজর (অব.) ডা. আখতার আহমেদ বীরপ্রতীক (মরণোত্তর), ডা. কাজী রবিউল হক (মরণোত্তর),  ডা. সৈয়দ খলিলুল্লাহ (মরণোত্তর), অধ্যাপক ডা. আবুল কাশেম মিয়া, অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম ও ডা. এ বি এম শফিকুল ইসলাম ভুঁইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) মো. আবু ওসমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী।

ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি অধ্যাপক ডা. এম আবু সাঈদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. নাজমুন নাহার, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম প্রমুখ।মন্তব্য