kalerkantho


নবীন নৌ ক্যাডেটদের প্রতি রাষ্ট্রপতি

সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক   

১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত মিডশিপম্যান ২০১৬ ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০১৮/বি ব্যাচের নবীন কর্মকর্তাদের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে সব বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী সেরা চৌকস মিডশিপম্যান আহমেদ রিদওয়ান খানকে ‘সোর্ড অব অনার দেন। ছবি : আইএসপিআর

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নৌবাহিনীর নবীন কমিশনপ্রাপ্ত অফিসারদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাওয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল চট্টগ্রমে বাংলাদেশ নেভাল একাডেমিতে ২০১৬ সালের নবীন নৌ ক্যাডেটদের রষ্ট্রপতি কুচকাওয়াজ-২০১৮ এবং ২০১৮/বি ব্যাচের সরাসরি নিয়োগকৃত প্রবেশনারি অফিসারদের প্রশিক্ষণ সমাপনী বর্ণাঢ্য অনুষ্ঠানে ভাষণদানকালে এ নির্দেশ দেন। বাসস জানায়, রাষ্ট্রপতি বলেছেন, ‘নৌবাহিনীর নবীন কমিশনপ্রাপ্ত অফিসারদের প্রয়োজনে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে এবং যেকোনো দুর্যোগ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে।’

রাষ্ট্রপতি বাংলাদেশ নেভাল একাডেমিতে উপস্থিত হলে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ ও সিনিয়র কর্মকর্তারা স্বাগত জানান। তিনি কমিশনপ্রাপ্ত নবীন ক্যাডেট ও অফিসারদের বর্ণাঢ্য কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন এবং প্যারেড ময়দান পরিদর্শন করেন।

সব বিষয়ে শ্রেষ্ঠতা অর্জন করে কমিশনপ্রাপ্ত নবীন ক্যাডেট আহমেদ রিদওয়ান রাষ্ট্রপতির কাছ থেকে সোর্ড অব অনার গ্রহণ করেন। প্রশিক্ষণকালে পেশাগত ও শিক্ষাগত উচ্চতর যোগ্যতার প্রমাণ রেখে সরাসরি প্রবেশনারি অফিসার পদে নিয়োগপ্রাপ্ত অস্থায়ী সাব-লেফটেন্যান্ট সাইফ হোসেন বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও কমিশনপ্রাপ্ত নবীন ক্যাডেট ইরাজ মাহমুদ শুভ নৌবাহিনী প্রধানের স্বর্ণপদক লাভ করেন। প্যারেডে মোট ৫৯ জন কমিশনপ্রাপ্ত নবীন ক্যাডেট অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে চারজন নারী, একজন শ্রীলঙ্কান ও একজন মালদ্বীপের নাগরিক এবং সাতজন সরাসরি প্রবেশনারি অফিসার রয়েছেন।মন্তব্য