kalerkantho


বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ

নোয়াখালী প্রতিনিধি   

১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০বাঙালি জাতির অহংকার ও স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ। দেশ স্বাধীন হওয়ার আগ মুহূর্তে বিজয়ের উষালগ্নের মাত্র ছয় দিন আগে ১৯৭১ সালের এই দিনে খুলনার রূপসা নদীতে রণতরি পলাশে যুদ্ধরত অবস্থায় পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় শহীদ হন নোয়াখালীর কৃতী সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।

তাঁর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আজ সোমবার পরিবার এবং বীরশ্রেষ্ঠ রুহুল স্মৃতি সংসদ গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করেছে।

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ১৯৩৪ সালের ২ ফেব্রুয়ারি নোয়াখালীর সোনাইমুড়ীর বাঘপাঁচড়া (বর্তমান রুহুল আমিন নগর) গ্রামে জন্মগ্রহণ করেন।

বাবা মোহাম্মদ আজহার পাটোয়ারি ছিলেন সচ্ছল গৃহস্থ এবং মা জোলেখা খাতুন ছিলেন গৃহিণী। তিনি ছিলেন মা-বাবার প্রথম সন্তান। তাঁরা ছিলেন ছয় ভাই-বোন।

তিনি বাঘপাঁচড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আমিষাপাড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এখান থেকে এসএসসি পাস করে ১৯৫৩ সালে জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন।মন্তব্য