kalerkantho


২৯৮ আসনে লড়বে ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক   

১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০নির্বাচনে জোট-মহাজোটের বাইরে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীরা ২৯৮টি আসনে দলীয় প্রতীক ‘হাতপাখা’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অবশ্য বাকি দুটি আসনে দলীয় প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আইনি লড়াই চলবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, ইসলামী আন্দোলনের প্রার্থীরা ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দেন। ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসাররা। এরপর নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান ১৬ জন। একটি আসনে (লক্ষ্মীপুর-৪) বিকল্প প্রার্থী রয়েছেন মো. শরীফুল ইসলাম। ফলে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ২৯৮ জনে দাঁড়িয়েছে।

গতকাল দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, নির্বাচন কমিশনে আপিলের পরও বাতিল হওয়া যশোর-৩ আসনের প্রার্থী মফিজুল আলম খোকা ও হবিগঞ্জ-১ আসনের প্রার্থী অধ্যক্ষ আবু হানিফ এবং লক্ষ্মীপুর-৪ আসনের মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আইনি লড়াই চলবে।

আপিলে বৈধতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন আব্দুল হামিদ  (ফরিদপুর-৪), সুলতান আহম্মেদ খান (ঢাকা-৩), মাওলানা মো. বেলাল হোসেন (রংপুর-৬), হাফেজ মাওলানা মো. রুহুল আমিন (রাজশাহী-৫), গাজী মো. আয়নুল হক (সিরাজগঞ্জ-৩), মাওলানা আব্দুর রহমান (সিরাজগঞ্জ-৪), মো. ইবাদুল ইসলাম খালাসী (যশোর-৫), মাওলানা আব্দুল লতিফ (টাঙ্গাইল-৮), মুফতি হাবিবুল্লাহ (ময়মনসিংহ-৮), অ্যাডভোকেট আমান উল্লাহ সরকার (ময়মনসিংহ-১১), মো. সালাহ উদ্দিন রুবেল (কিশোরগঞ্জ-২), মো. মুসা খান (কিশোরগঞ্জ-৬), হাফেজ মাওলানা আবু জাফর (মাদারীপুর-১), মো. নূরুল আমীন (সিলেট-৫), সৈয়দ আনোয়ার আহাম্মাদ লিটন (ব্রাহ্মণবাড়িয়া-৩) ও মাওলানা শামসুল আলম হাসেম (চট্টগ্রাম-৪)।মন্তব্য