kalerkantho


মানুষ মানুষের জন্য...

২১ নভেম্বর, ২০১৮ ০০:০০মানুষ মানুষের জন্য...

আজমাইন আদিল

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের (ব্রাঞ্চ-২) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সৈয়দ আজমাইন আদিল ‘এপিএমএল’ নামে এক ধরনের রক্তের ক্যান্সারে আক্রান্ত। সে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হেমালোটজি বিভাগের চেয়ারম্যান ডা. আনোয়ারুল করীমের অধীনে চিকিৎসাধীন। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু এ জন্য অনেক টাকা প্রয়োজন, যা তার বাবা সৈয়দ আবদুস সবুরের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এরই মধ্যে ছেলের চিকিৎসায় নিজের সব অর্থ খরচ করেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই চাকরিজীবী। এ অবস্থায় তিনি সমাজের সবার সহযোগিতা চান। সাহায্য পাঠানো ঠিকানা—সৈয়দ আবদুস সবুর, অ্যাকাউন্ট নম্বর : ৩৫৯০৫, ইসলামী ব্যাংক, মৌচাক শাখা, ঢাকা। ফোন নম্বর : ০১৭০৫১০০৪০৬। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য