kalerkantho


হাবিপ্রবি

অনশনের হুমকি শিক্ষকদের একাংশের

দিনাজপুর প্রতিনিধি   

২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ইনক্রিমেন্টসহ বেশ কয়েকটি দাবিতে আমরণ অনশনের হুমকি দিয়েছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা। একই হুমকি দিয়েছে প্রগতিশীল শিক্ষক ফোরামও।

এদিকে আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। গতকাল সোমবারও সাতটি বিভাগে কোনো ক্লাস হয়নি।

গত রবিবার ইনক্রিমেন্টের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেন পদোন্নতি পাওয়া শিক্ষকরা। তাঁদের পাশাপাশি ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রগতিশীল শিক্ষক ফোরাম। আজ মঙ্গলবার অফিস খোলার আগে দাবি না মানলে উভয় পক্ষ অনির্দিষ্টকালের জন্য অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছে।

এদিকে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের ওপর হামলার ঘটনায় মানববন্ধন করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।মন্তব্য