kalerkantho


নয়াপল্টনে সংঘর্ষ

ঘটনার বিবরণসহ ইসিতে প্রতিবেদন দিয়েছে পুলিশ

বিশেষ প্রতিনিধি   

১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০দলীয় মনোনয়ন ফরম বিতরণের সময় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে পুলিশ। গতকাল রবিবার প্রতিবেদনটি জমা দেওয়া হয়।

১৪ নভেম্বর বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণকে কেন্দ্র করে নয়াপল্টনে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয় এবং কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই দিন কী ঘটেছিল, তার পূর্ণাঙ্গ বিবরণ জানানোর নির্দেশ দিয়ে পুলিশকে চিঠি দেয় ইসি। নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘পুলিশের পক্ষ থেকে গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর প্রতিবেদনটি দেওয়া হয়েছে।’মন্তব্য