kalerkantho

শিশুর দাঁত কামড়ানো...

১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশিশুর দাঁত কামড়ানো...

শিশুরা নানাভাবে জ্বালাতন করে। কেউ শুধু শুধু কাঁদে। কেউবা দাঁত কিড়মিড় করে। যেটাই করুক না না কেন, এগুলো তাদের কোনো না কোনো অসুবিধা প্রকাশের লক্ষণ। এমন পরিস্থিতির করণীয় জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

চার-সাত মাস বয়সে অনেক শিশু দাঁত কামড়ানো শুরু করে। এর লক্ষণগুলো হলো—

১.   মুখ থেকে স্যালাইভা বের হওয়া।

২.   শক্ত কিছু চিবানোর প্রবণতা।

৩.   জেদ দেখানো।

৪.   আবেগপ্রবণ হয়ে পড়া।

৫.   রাতে হাঁটার প্রবণতা।

৬.   নিজের কান নিজেই টানা।

এ ধরনের কাজের সঙ্গে দাঁত কিড়মিড় করা শিশুর অসুস্থতার লক্ষণ হতে পারে। তাই মা-বাবাকে এগুলো ভালোমতো লক্ষ করতে হবে। শিশু এমন যন্ত্রণায় পড়লে তাকে বিভিন্ন উপায়ে স্বস্তি দেওয়া যেতে পারে—

১.   কামড়ানোর জন্য নিপল বা কোনো খেলনা দিতে পারেন। 

২.   পরিষ্কার আঙুল দিয়ে তার মাড়ি আলতো করে টিপে দিন।

৩.   ফিডারে করে হালকা ঠাণ্ডা পানীয় দিতে পারেন।

সব প্রচেষ্টা ব্যর্থ হলে চিকিৎসকের সঙ্গে কথা বলে ওষুধ খাওয়াতে পারেন। তবে এমন কোনো ওষুধ বা উপাদান ব্যবহার করবেন না যা মাড়িকে বোধশক্তিহীন করে। বিশেষ করে দুই বছরের কম বয়সী শিশুর এতে স্বাস্থ্যহানি ঘটার শঙ্কা থাকে।

ফক্স নিউজ অবলম্বনে সাকিব সিকান্দার

মন্তব্য