kalerkantho


গাজীপুরে বেতনের দাবিতে মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

৯ নভেম্বর, ২০১৮ ০০:০০গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সদর উপজেলার ভবানীপুর এলাকার ফার সিরামিক কারখানার শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করে। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বেতনের আশ্বাস পেয়ে রাত ৯টার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, তারা গত দুই মাসের বেতন পায়নি। কয়েকবার তারিখ দিয়েও কর্তৃপক্ষ বেতন দেয়নি। এ অবস্থায় গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিকরা কারখানায় বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়।

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. সাইফুল ইসলাম জানান, কারখানায় এক হাজারের বেশি শ্রমিক। তাদের সেপ্টেম্বরের ১০ শতাংশ এবং অক্টোবরের পুরো মাসের বেতন বাকি রয়েছে। গতকাল তাদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু টাকা না থাকায় আংশিক বেতনের প্রস্তাব দিলে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। আগামী রবিবার তাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে।মন্তব্য