kalerkantho


মায়ের কোলে চেপে ভর্তি পরীক্ষা

প্রতিবন্ধী হৃদয় পাচ্ছেন ভর্তির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৯ নভেম্বর, ২০১৮ ০০:০০মায়ের কোলে চেপে ভর্তি পরীক্ষা দিতে আসা শারীরিক প্রতিবন্ধী নেত্রকোনার হৃদয় সরকার অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক মাকসুদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২১ সেপ্টেম্বর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন নেত্রকোনার হৃদয় সরকার। মায়ের কোলে চেপে তাঁর পরীক্ষায় অংশ নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। সে সময় বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। পরে ভর্তি পরীক্ষায় হৃদয় সরকার ৩,৭৪০ মেধাক্রম অর্জন করেন। তবে এই অনুষদের আসনসংখ্যা ছিল দুই হাজার ৩৭৮। ফলে হৃদয় সরকারের ভর্তির বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। মেধায় সুযোগ না পেলেও কোটায় সুযোগ পাবেন বলে ধারণা করে অনেকে।

তবে ভর্তির জন্য কলা অনুষদের ডিন অফিসে যোগাযোগ করা হলে ‘প্রতিবন্ধী কোটার নিয়ম’ দেখিয়ে কোটায় আবেদনের ফর্মই দেওয়া হয়নি তাঁকে। ডিন অফিস থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য প্রতিবন্ধী কোটার নিয়মে শুধু ‘বাক, শ্রবণ ও দৃষ্টি’ প্রতিবন্ধীরা সুযোগ পাবে। হৃদয় এই ক্যাটাগরিতে পড়েন না। ফলে অনিশ্চিত হয়ে পড়ে হৃদয় সরকারের ভর্তি। তবে গতকাল ডিনস কমিটির এক সভায় ‘বাক, শ্রবণ ও দৃষ্টি’ প্রতিবন্ধীর সঙ্গে ‘শারীরিক প্রতিবন্ধী’ বিষয়টি যোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ভর্তির সুযোগ পাবেন হৃদয় সরকার।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘‘মানবিক সমাজ নির্মাণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী কোটার নীতিমালায় সংস্কার আনা হয়েছে। সমাজে শারীরিক বা মানসিক প্রতিকূলতা পেরিয়ে যারা ভর্তি হতে আসে তারা যাতে কোনো বঞ্ছনার শিকার না হয় সে জন্য আমরা ‘বাক, শ্রবণ ও দৃষ্টি’ প্রতিবন্ধীর সঙ্গে ‘শারীরিক প্রতিবন্ধীর’ বিষয়টি সংযোজন করেছি।’’ 

অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘হৃদয়কে ভর্তি করানোর বিষয়ে ডিন কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে থেকেই বিশ্ববিদ্যালয়ে বাক, শ্রবণ আর দৃষ্টি প্রতিবন্ধীদের ভর্তি করানো হতো। কিন্তু এখন থেকে এর সঙ্গে শারীরিক প্রতিবন্ধীদের বিষয়টি যোগ করা হয়েছে? কেউ মেধাতালিকায় বা কোটায় ভর্তি হওয়ার যোগ্যতা থাকলে সে ভর্তির সুযোগ পাবে। এ বছর বিশেষ বিবেচনায় হৃদয় সরকার ভর্তির সুযোগ পাবে।’

এই বিষয়ে অনুভূতি জানতে চাইলে হৃদয় সরকার কালের কণ্ঠকে বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সিদ্ধান্তের মাধ্যমে শারীরিকভাবে যারা অক্ষম তারা পড়ালেখায় আরো উৎসাহ পাবে বলে মনে করি। আজকের আমার এই পর্যন্ত আসার পেছনে সবচেয়ে বড় শক্তি আমার মা। তাঁর অক্লান্ত পরিশ্রমের কারণেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাচ্ছি।’মন্তব্য