kalerkantho


‘ইংলিশ ফর বিজনেস সাকসেস’ প্রকল্প শেষ করল ব্রিটিশ কাউন্সিল ও শেভরন

৯ নভেম্বর, ২০১৮ ০০:০০রাজধানীর গুলশানে শেভরন কার্যালয়ে গত বুধবার ব্রিটিশ কাউন্সিল ও শেভরনের আয়োজনে ‘ইংলিশ ফর বিজনেস সাকসেস’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে গত দুই বছরে বাস্তবায়িত এ প্রকল্পের প্রভাব ও ফলাফল প্রদর্শিত হয়। প্রকল্পটি বাংলাদেশ সরকারের ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রগ্রাম (এসইআইপি)’ এর অংশ। গত দুই বছর এ প্রকল্প শেভরনের অর্থায়নে পরিচালিত হয়েছে। ২০২৪ সাল পর্যন্ত এসইআইপি প্রকল্পে অর্থায়ন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার।

আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেভরনের ডিরেক্টর অব পলিসি গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স ইসমাইল হোসেন চৌধুরী এবং ব্রিটিশ কাউন্সিলের টিচিং সেন্টার ম্যানেজার ফায়ে নিকোলস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেভরন বাংলাদেশের অ্যাক্টিং কান্ট্রি ম্যানেজার গ্যারিও। অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এসইআইপির নির্বাহী প্রকল্প পরিচালক জালাল আহমেদ, বিএসিসিওর প্রেসিডেন্ট ওয়াহিদুর রহমান শরীফ ও এডিবির সোশ্যাল সেক্টর ইকোনমিস্ট ঝিগ্যাং লি। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য