kalerkantho


বরিশালে এমপির নামে মুক্তিযোদ্ধার মানহানির মামলা

বরিশাল অফিস   

৯ নভেম্বর, ২০১৮ ০০:০০বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের নামে মানহানির মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মেহেন্দিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল বাতেন। তাতে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে।

বিচারক শুনানি শেষে অভিযোগটি আমলে নিয়ে আগামী ৮ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে মেহেন্দিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। এজাহারে বাদী উল্লেখ করেন, “গত ৩ নভেম্বর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে মুক্তিযোদ্ধা জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয়। ওই সময় আব্দুল বাতেনসহ (বাদী) মুক্তিযোদ্ধাদের উদ্দেশে পঙ্কজ দেবনাথ বলেন, ‘মুক্তিযোদ্ধারা চোর, চরিত্রহীন। মুক্তিযোদ্ধাদের যেখানে পাবেন সেখানেই ধরে গামছা দিয়ে বেঁধে ছবি তুলে ফেসবুকে দেবেন, তারপর যা হয় তা আমি দেখব।’মন্তব্য