kalerkantho


চবির শাটল ট্রেনের নতুন সময়সূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে (স্নাতক) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা উপলক্ষে শাটল ও ডেমু ট্রেনের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তীচ্ছুদের যাতায়াতের সুবিধার্থে ২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ সূচি বহাল থাকবে।

নতুন সূচি অনুসারে, চট্টগ্রাম (বটতলী রেলস্টেশন) থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ট্রেন ছাড়বে সকাল ৬টা, সাড়ে ৬টা, সোয়া ৮টা, পৌনে ৯টা, ১১টা ৪০ মিনিট, দুপুর ১২টা, বিকেল ৩টা, ৪টা ও রাত সাড়ে ৮টায়। বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে শহরের উদ্দেশে ট্রেন ছাড়বে সকাল ৭টা ৫ মিনিট, ৭টা ৩৫ মিনিট, ৯টা ২০ মিনিট, ১০টা, দুপুর ১টা, দেড়টা, বিকেল ৫টা, সাড়ে ৫টা ও রাত সাড়ে ৯টায়।মন্তব্য