kalerkantho


ওবায়দুল কাদের বললেন

তাঁরা বিষয়টি নিয়ে নাটক করছেন

নিজস্ব প্রতিবেদক   

২২ অক্টোবর, ২০১৮ ০০:০০আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টকে সিলেটে সমাবেশ করতে পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে জোটের নেতারা ‘নাটক’ করছেন।

গতকাল রবিবার সকালে রাজধানীর ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘দেখুন, অনুমতি নিয়ে নাটক করা তাদের পুরনো অভ্যাস। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি অনুমতি পেয়েছে, কিন্তু এটা নিয়েও নাটক করতে তারা দ্বিধা করেনি। আমি এখানেও বলছি, এটা তাদের পুরানো অভ্যাস, তারা অনুমতি নিয়ে নাটক করে। আমার তো মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, সভা-সমাবেশ যেখানেই করতে চায় এ ব্যাপারে কোনো বাধা-নিষেধ থাকবে না। থাকার কথাও নয়।’

তিনি বলেন, নিরাপত্তার বিষয়টি...যেমন সেখানে বড় বড় নেতারা যাবেন, এটা তো পুলিশ একটু খতিয়ে দেখে। অনুমতির ব্যাপারে তাঁরা ইঙ্গিতও পেয়ে গেছেন। অহেতুক অফিসিয়াল চিঠি না পাওয়ার আগ পর্যন্ত নাটক করবে—এটা তাদের পুরনো অভ্যাস।

ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি ভুলে গেছেন, নির্বাচন কমিশন পাঁচ সদস্যবিশিষ্ট? একজন কমিশনার কোনো ইস্যুতে যদি ভিন্নমত পোষণ করে অথবা নোট অব ডিসেন্ট দেয়—এটা তো গণতন্ত্রের বিউটি। সেখানেও ইন্টার্নাল ডেমোক্রেসি কাজ করছে, সেটাই আমরা মনে করব। এটাকে নিয়ে বিভক্তির যে অভিযোগ তিনি তুলেছেন এটা সম্পূর্ণই কাল্পনিক ও হাস্যকর ব্যাপার।’মন্তব্য