kalerkantho


কোটার দাবিতে ফের আন্দোলনে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৮ ০০:০০কোটার দাবিতে ফের আন্দোলনে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’। ছবি : কালের কণ্ঠ

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ফের আন্দোলনে নামছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’। দাবি আদায়ে ২৫ অক্টোবর সকালে শাহবাগে অবস্থান কর্মসূচি ও সমাবেশের ঘোষণা দিয়েছে তারা। এ ছাড়া ৩০ অক্টোবর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করার কথা জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।

গতকাল রবিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামালউদ্দীন এ ঘোষণা দেন। সমাবেশ মঞ্চের সদস্যসচিব আসিবুর রহমান খান, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের চেতনা মঞ্চের সদস্যসচিব ওসমান আলী, মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আমিনুল ইসলাম বুলবুল, সদস্যসচিব মো. আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।মন্তব্য