kalerkantho


সিলেটে ৮ ঘণ্টা চলবে না দূরপাল্লার বাস

সিলেট অফিস   

২০ অক্টোবর, ২০১৮ ০০:০০শ্রমিক সমাবেশের কারণে আজ শনিবার ভোর থেকে আট ঘণ্টা সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করবে না। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, সড়ক পরিবহন আইন ২০১৮-র শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিলের দাবিতে আজ শনিবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওছমান আলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশের কারণে আজ সকাল ৬ থেকে দুপুর ২টা পর্যন্ত দূরপাল্লার বাস সিলেট থেকে যাতায়াত বন্ধ থাকবে। দুপুর ২টার পর যান চলাচল শুরু হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।মন্তব্য