kalerkantho


জাতীয় পার্টিরমহাসমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক   

২০ অক্টোবর, ২০১৮ ০০:০০রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ সকালে জাতীয় পার্টির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বৃহত্তর ঢাকা ছাড়াও বিভিন্ন জেলা থেকে জাতীয় পাটির নেতাকর্মীরা যোগ দেবেন।

দলীয় সূত্র জানায়, নির্বাচনের আগে নিজেদের শক্তি প্রদর্শনের জন্যই এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে বক্তৃতা করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতারা।

জাতীয় পাটির কো-চেয়ারম্যান জিএম কাদের কালের কণ্ঠকে বলেন, এ সমাবেশে প্রমাণ হবে জাতীয় পাটি এখনও শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, আমাদের জনসমর্থন আছে।মন্তব্য