kalerkantho


সদরপুরে গণসংযোগে কাজী জাফর উল্যাহ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্যাহ বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে সব ধর্মের লোকজন স্বাধীনভাবে ধর্ম পালন করছে। যা কিছুকাল আগেও ছিল না। আমরা সকল ধর্মের মানুষ একসঙ্গে মিলে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এ দেশ আমাদের সবার।’ গতকাল বৃহস্পতিবার ফরিদপুরে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতা কাজী জাফর উল্যাহ গতকাল সদরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও  শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বিভিন্ন মণ্ডপ কমিটিকে আর্থিক সহায়তা দান করেন। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন হাওলাদার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, আবদুস সাত্তার ফকির, আবু আলম রেজা, বাসুদেব কর্মকার, আনন্দ কুমার সাহা প্রমুখ।

গণসংযোগকালে কাজী জাফর উল্যাহ আরো বলেন, সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করেছে। শেখ হাসিনা দেশকে উন্নতির শিখরে নিয়ে গেছেন। বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্বের মানুষ চমকে গেছে। এ উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আরো একবার ক্ষমতায় আনতে হবে।মন্তব্য