kalerkantho


‘ফেনী-৩ আসনে আমি যোগ্য প্রার্থী’

ফেনী প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম বলেছেন, ‘ফেনী-৩ আসনে আমার চেয়ে যোগ্য প্রার্থী নেই। কারণ আমি পর পর দুবার জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। জনগণের সাথে আমার হৃদয়ের সম্পর্ক।’

বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে তিনি সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। এ সময় তিনি ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে ঘোষণা দেন। তিনি বলেন, ‘দল থেকে মনোনয়ন পেলে আসন্ন নির্বাচনে ফেনী-৩ আসনের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।’

এ সময় বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, মঙ্গলকান্দি ইউপি মোশাররফ হোসেন বাদল ও নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।মন্তব্য