kalerkantho


রূপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন রংধনু গ্রুপ চেয়ারম্যানের

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০রূপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন রংধনু গ্রুপ চেয়ারম্যানের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে মতবিনিময়সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী, কায়েতপাড়া ইউপি ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক। ছবি : কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী, কায়েতপাড়া ইউপি ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি দাউদপুর ও রূপগঞ্জ ইউনিয়নের আটটি পূজামণ্ডপ পরিদর্শন এবং মতবিনিময় করেন।

ওই সময় রফিকুল ইসলাম রফিক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশে সকল ধর্মের মানুষ শান্তিতে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছে। কোনো অশুভ শক্তি যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

ওই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল বাশার টুকু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুইয়া, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু, দাউদপুর ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাফিজুর রহমান সজিব, যুবলীগ নেতা সফিকুল ইসলাম সফিক, খোকন, হুমায়ুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, মাসুম মেম্বার, আব্দুল জব্বার মেম্বার, ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম খোকন, লুৎফর রহমান মুন্না প্রমুখ।মন্তব্য